এক নজরে
উওরে তেতুলিয়া ইউনিয়ন, দক্ষিনে কপোতাক্ষ নদ,পূর্বে তালা ইউনিয়ন এবং পশ্চিমে কুমিরা ইউনিয়ন অবস্থিত।
ক) নাম- ০৭ নং ইসলামকাটী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন- ২১.৫৭ বর্গ কি:মি:
গ) লোকসংখ্যা: ২৫,৮৮০ জন
ঘ) গ্রামের সংখ্যা: ১৬ টি
ঙ) মৌজার সংখ্যা: ১৭ টি
চ) হাট/বাজারের সংখ্যা- ৫ টি
ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে তালা থেকে মুক্তিযোদ্ধা কলেজ এর সামনে দিয়ে যে রাস্তা টি পাটকেলঘাটা দিকে চলে গেছে
তালা থেকে মাত্র ৪ কিঃ মিঃ দূরে ইসলামকাটী ইউনিয়ন অবস্থিত।
জ) শিক্ষার হার: ৭০(২০০১ সালের আদমশুমারী অনুসারে)
ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১১ টি
ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৯ টি
ট) উচ্চ বিদ্যালয়- ৫ টি নিম্ন মাধ্যমিক-১ টি
ঠ) মাদ্রাসা-২টি
ড) সাব রেজিষ্ট্রি অফিস ১টি।
ঢ) দায়িত্বরত চেয়ারম্যান- মোঃ গোলাম ফারুক
ন) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান- ২ টি
ত) ঐতিহাসিক পর্যটন স্থান- ১ টি
থ) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৭ ইং
দ) নবগঠিত পরিষদের বিবরণ:
শপথ গ্রহনের তারিখ: ০৭-০৫-১১
প্রথম সভার তারিখ: ০৮/০৫/১১
মেয়াদ উত্তীর্নের তারিখ:
ধ)গ্রাম সমূহের নাম
খরাইল, ভবানীপুর, কাজীডাঙ্গা, বারাত, ইসলামকাটী, গনডাঙ্গা, ঢ্যামসাখোলা, বাউখোলা, সুজনসাহা, নারায়নপুর, নাংলা, পরানপুর, গোপালপুর, চাদপুর, উথালী, ঘোনা।
ন) ইউনিয়ন পরিষদের জনবল
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন
ইউনিয়ন পরিষদ সচিব: ১জন
ইউনিয় গ্রাম পুলিশ : ১০