পরিবার পরিকল্পনা:
এই প্রতিষ্ঠান থেকে শুত্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত সকাল ৮.০০ থেকে ২.৩০ টা পর্যন্ত নিম্নের সেবাসমূহ বিনামূল্যে প্রদান করা হয়।
০১. গর্ভ কালীন, প্রসব কালীন ও প্রসবভিত্তিক সেবা।
০২. মাসিক নিয়মিত করন (এম,আর ) সেবা।
০৩. নবজাতক ও ৫ বৎসর বয়স পর্যন্ত সেবা।
০৪. শিশুদের বি.সি.জি.ডি.পিটি হামের ও পোলিও টিকা দেওয়া হয়।
০৫. মহিলাদের ধনুষ্টংকারের টিকা।
০৬. কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ।
০৭. শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য পরামর্প।
০৮. মা ও শিশুদের পুষ্টি সম্পকে পরামর্শ।
০৯. প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা প্রদান ।
১০.ডায়ারিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
১১জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি গ্রহীতাদের পার্শ্ব প্রতিক্রিয়ার চিকিৎসা ও পরামর্শ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস